Hours : রবিবার থেকে বৃহস্পতিবার - 10:00 AM - 05:00 PM, শুক্রবার ও শনিবার বন্ধ।
  • |

ভুবনজয় সরকারি উচ্চ বিদ্যালয়

Bhuban Joy Govt. High School

স্থাপিতঃ ০১-০১-১৯৭০ইং, EIIN: 107741

আমাদের সম্পর্কে

ভুবন জয় সরকারি উচ্চ বিদ্যালয়

শিক্ষার আলো ছড়িয়ে দিতে এবং জুরাছড়ি অঞ্চলের শিক্ষার্থীদের জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে ভুবন জয় সরকারি উচ্চ বিদ্যালয় ১ জানুয়ারি ১৯৭০ সালে প্রতিষ্ঠিত হয়। পাহাড়ি জনপদের সীমিত অবকাঠামো ও নানা প্রতিবন্ধকতা অতিক্রম করে বিদ্যালয়টি অল্পসংখ্যক শিক্ষার্থী ও শিক্ষক নিয়ে যাত্রা শুরু করে।

প্রতিষ্ঠালগ্ন থেকে বিদ্যালয়টি কেবল পাঠ্যপুস্তকভিত্তিক শিক্ষার মধ্যে সীমাবদ্ধ না থেকে শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়িত্ববোধ গড়ে তোলায় বিশেষ গুরুত্ব দিয়ে এসেছে।

বিগত পাঁচ দশকে শিক্ষকসংখ্যা বৃদ্ধি, শ্রেণিকক্ষ সম্প্রসারণ, আধুনিক শিক্ষাসামগ্রী সংযোজন ও তথ্যপ্রযুক্তি-ভিত্তিক শিক্ষণপদ্ধতির মাধ্যমে বিদ্যালয়টি আজ একটি পূর্ণাঙ্গ ও স্বনামধন্য মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। বর্তমানে ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত শিক্ষাদান করে আসা ভুবন জয় সরকারি উচ্চ বিদ্যালয় জুরাছড়ি ও আশেপাশের অঞ্চলের শিক্ষার্থীদের জন্য একটি নির্ভরযোগ্য জ্ঞানের আলোকশিখা হয়ে দাঁড়িয়েছে।

বর্তমানে বিদ্যালয়ের নেতৃত্বে রয়েছেন প্রধান শিক্ষক জনাব রাজিব ত্রিপুরা, যিনি নিষ্ঠা, দায়িত্ববোধ ও দূরদর্শিতার মাধ্যমে শিক্ষার মানোন্নয়ন ও শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছেন।

অর্ধশতাব্দীরও বেশি সময় ধরে বিদ্যালয়টি “শিক্ষা, শৃঙ্খলা ও নৈতিকতা”—এই মূলমন্ত্রকে ধারণ করে ভবিষ্যৎ প্রজন্মকে আলোকিত ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে অবিচল রয়েছে।